হিলিতে ১০২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার
হাকিমপুর প্রতিনিধি: হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ এক হাজার ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার আবু হানিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সীমান্তের আমতলি মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তার ভেতর হতে ৭২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা সকালে সীমান্তের বড়চড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো ধ্বংস করনের জন্য বিজিবি-৩জয়পুরহাট ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশেরপত্র.কম/এডি/আর