হিলি সীমান্ত দিয়ে ১৬ শ্রমিককে ফেরত পাঠিয়েছে বিএসএফ

HILI SIMANTO  BSF PUSH BACK 16 MAN NEWS

রাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি :

দালালের প্রলোভনে পড়ে ভালো বেতন ও ভালা কাজের সন্ধানে অবৈধপথে ভারতের দিল্লিতে পাথর ভাংতে যাওয়ার পথে শিশু কিশোরসহ আটক ১৬ জন বাংলাদেশী শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেট দিয়ে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যটালিয়নের উপঅধিনায়ক এসবি শিং বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হকের নিকট তাদের ফেরত দেন। এর আগে সেখানে দুবাহিনীর মাঝে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এসয় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর পঙ্কজ শিংসহ উভয় বাহিনীর সৈনিকগন উপস্থিত ছিলেন।

ফেরত আসা শিশু কিশোরসহ ১৬ বাংলাদেশীরা হলেন, দিনাজপুরের বিরলের মৃত বারুনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (১৫), আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (১৫), রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (১৫), মাতারাফ হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), সিতেন চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র রায় (২০), রবিউল ইসলামের ছেলে উজ্জল হোসেন (২৩), আব্দুল মালেকের ছেলে আলমগির হোসেন (১৯), মোস্তাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান (১৬), মৃত সিকেন্দার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), বোচাগঞ্জের বিজেন দাসের ছেলে রতন দাস (১৮), মমিনুল ইসলামের ছেলে আব্দুল মালেক (১৮), স্বর্গীয় বিপিন রায়ের ছেলে স্বপন রায় (৪০),রফিকুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম (১৫), ঘুতি চন্দ্রের ছেলে উকিল চন্দ্র (২৮), নুজুবুদ্দিনের ছেলে বাদশাহ আলম (২৫) সেতাবগঞ্জের মানিক চাদ রায়ের ছেলে সুজন চাদ রায় (১৯)।

ফেরত আসা আরিফুল, রবিউল ইসলাম জানান, ভালো বেতনের প্রলোভনে দিল্লিতে পাথর ভাঙ্গার কাজ করতে যাওয়ার জন্য গতকাল সোমবার বিকেলে দালালের মাধ্যমে প্রত্যেককে সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে দিয়ে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করি। পরে সেখান থেকে মাইক্রোযোগে বালুরঘাট মালদা যাওয়ার পথে পতিরাম এলাকা থেকে বিএস এফ সদস্যরা আমাদের আটক করেন।

বিএসএফ ১৯৯ পতিরাম ব্যাটালিয়নের উপ অধিনায়ক এসবিশিং সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পতিরামের একটি মার্কেটের সামনে একটি মাইক্রো থেকে ১৬ বাংলাদেশীকে আটক করা হয়েছে। তারা পাথর ভাঙ্গার কাজ করতে দিল্লি যাচ্ছিল বলে তারা জানান। পরে বিষয়টি বিএসএফ ও বিজিবির উদ্ধর্তন কর্তপক্ষকে অবহিত করার পরে দুবাহিনীর মাঝে বিরাজমান সৌহাদ্যপুর্ন সর্ম্পকের কারনে আজ তাদের বিজিবির কাছে ফেরত দেওয়া হয়েছে।

বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, মঙ্গলবার রাতে অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ১৬ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ আমাদের নিকট ফেরত দিয়েছে। পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে আমরা আবার তাদের হাকিমপুর থানায় সোপর্দ করেছি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...