Connecting You with the Truth

হিলি স্থলবন্দরে দিন-দিন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

লুৎফর রহমান,হাকিমপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন-দিন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দু’দেশের বন্যা পরিস্থিতির কারনে আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। এদিকে আমদানি বেড়ে ওঠায় ও বন্যা পরিস্থিতির কারনে ক্রেতা সংকট দেখা দেয়ায় হিলি স্থল বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারি ক্রেতারা জানান, দু’দিন আগে যে পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকায় কিনেছেন, এখন তা কিনছেন প্রকার ভেদে ২১ থেকে ২৫ টাকায়। এদিকে বন্দরের পেঁয়াজ আমদানি কারক বাবলু হোনে ও আমজাদ হোসেন বলছেন, ভারতের সর্বশেষ বেঁধে দেয়া সাড়ে ৩শ মার্কিন ডলারে প্রতিটন পেয়াজ আমদানি করতে হচ্ছে তাদের। দেশে বন্যার কারনে রাস্তা খারাপ হওয়ায় সময় লেগে যাচ্ছে বেশী, এতে করে পেঁয়াজ নষ্ট হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বন্দরের ব্যাবসায়িরা। হিলি কাষ্টমস সুত্রে জানাগেছে, গত ২১ আগষ্ট সোমবার থেকে ২৬ আগষ্ট শনিবার পর্যন্ত ৫ দিনে হিলি স্থল বন্দর দিয়ে ১৬৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৩৪০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। ঈদ যতো ঘনিয়ে আসছে পিয়াজ আমদানী ততোই বাড়ছে।

Comments
Loading...