হিলি স্থলবন্দর পথে মেঘালয়ের সঙ্গে ট্রানজিট খোলার দাবিতে দ্বি-পাক্ষিক বৈঠক
রুহুল আমিন প্রধান , নবাবগঞ্জ, দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থল বন্দর পথে বাংলাদেশের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাথে মেঘালয়রাজ্যে ট্র্নাজিট স্থাপনের দাবিতে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাহিলি কাষ্টমস্ সি অ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও ভারতহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যান্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যান্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
যৌথ কমিটির আহব্বায়ক নবকুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা চেম্বার অফ কমার্স এর সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, নবনির্বাচিত হাকিমপুর মেয়র জামিল হোসেন চলন্ত, আ.লীগ নেতা হারুন উর-রশিদ হারুন, শাহিনুর রেজা শাহিন প্রমুখ। অপরদিকে ভারতহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যান্ড এক্্রপোর্টারের পক্ষে বক্তব্য রাখেন, বঙ্গরত্ন পদক প্রাপ্ত অধ্যাপক হিমাংসু রায়, সাবেক এমএলএ রনেন বর্মণ, ডিপিএসসি’র চেয়ারম্যান কল্যাণ কুন্ডু প্রমুখ।
বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, পশ্চিমবঙ্গরাজ্য হতে ভারতের মধ্যদিয়ে মেঘালয়রাজ্যে পণ্য পরিবহন করতে হলে প্রায় ৭০০ কি.মি পথ পাড়ি দিতে হয়। এ ট্রানজিটটি চালু হলে মাত্র ১০০ কি.মি পথ পাড়ি দিতে হবে। এ লক্ষে ইতোমধ্য ভারত সরকারের প্লানিং কমিশিন প্রকল্পটি নীতিগত ভাবে অনুমোদন করেছেন। আর এখন শুধু বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়।