Connecting You with the Truth

হুমকি পেয়ে আতঙ্কে রাজ কুন্দ্রার!

b-10
বিনোদন ডেস্ক:
বলিউড তারকাদের উপর থেকে যেন দুশ্চিন্তার কালো মেঘ কিছুতেই সরছে না। এই দেখুন না বলিউডের কিং খানের পর অন্ধকার জগতের নিশানায় এবার রূপসী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। বাস্তব জীবনের গ্যাংস্টাররা খুঁজে খুঁজে বলিউডের শীর্ষ ধনী তারকাদের তালিকা করে একে একে জীবন নাশের হুমকি দিচ্ছে। গ্যাংস্টার রবি পূজারির কাছ থেকে হুমকি ফোন পাওয়ার পরই নিরাপত্তার কড়া বেষ্টনীতে কুন্দ্রার বাসভবন। গত সপ্তাহে হুমকি দিয়ে রাজ কুন্দ্রার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন আসে। তবে কী চায় এই ডন? শিল্পা শেঠীর স্বামীর কাছে থেকে ৩ কোটি টাকা চেয়ে হুমকি দেয় পূজারি। এর পর ফোন আসে তার পিএ-র কাছে। রাজ কুন্দ্রার কাছে তার বার্তা পৌঁছে গিয়েছে কিনা, তা নিশ্চিত হতেই দ্বিতীয়বার ফোন করেন সে। এরপরই পুলিশের দ্বারস্থ হন কুন্দ্রা। পূজারার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অন্যদিকে কুন্দ্রার জুহুর বাড়িতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে মুম্বই পুলিশ। কাজে বলতেই হয় ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়েই দিন কাটছে এই শিল্পপতি তারকার।

Comments
Loading...