হৃদয়-পড়শী একসাথে
বিনোদন ডেস্ক:
হৃদয় খানের সঙ্গে চলচ্চিত্রের গান গাইলেন পড়শী। গানের শিরোনাম ‘এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেবো, এই তোমাকে আমার করে নেবো।’ সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে থাকছে এটি। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। মিরপুরে তার স্টুডিওতে ২ জানুয়ারি এর রেকর্ডিং সম্পন্ন হয়। পড়শী বললেন, ‘এবারই প্রথম হৃদয় ভাইয়ের সঙ্গে গাইলাম। তার সুরেও গাওয়ার ইচ্ছে ছিল আমার। গানটি নিয়ে আমি আশাবাদী।’