Connecting You with the Truth

হেযবুত তওহীদের উদ্যোগে খুলনায় গত সোমবার ২২ ফেব্রুয়ারি জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়েছে

হেযবুত তওহীদের উদ্যোগে খুলনায় গত সোমবার ২২ ফেব্রুয়ারি জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়েছে । খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম এর ভিডিও আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান হয় ।সভায় বক্তব্য রাখেন খন্দকার খায়রুল আজম তিনি বলেন মানুষ আজ এতটাই আত্মাহীন ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে, যে যাকে যেভাবে পারছে প্রতারণা করে, পদপিষ্ঠ করে নিজের স্বার্থ চরিতার্থ করছে। মানুষের চারপাশে এমন একটি জিনিসও অবশিষ্ট নেই যাতে মিথ্যা মিশ্রিত নেই। বাতাস, পানি পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। ন্যূনতম মনুষ্যত্ব না থাকায় তারা খাদ্যে বিষ মেশাচ্ছে, ঔষধে পর্যন্ত ভেজাল দিচ্ছে। তারা এমন এক দানবে পরিণত হয়েছে যে চার বছরের শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। শান্তি রক্ষার জন্য বিভিন্ন সংস্থা তৈরি করে, বিভিন্ন নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। একটার পর একটা আইন করে, জীবন-ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হত্যা, ধর্ষণ, বেকারত্ব, রাজনৈতিক হানাহানি, দারিদ্র্য, সন্ত্রাস ও যুদ্ধের তা-ব। একটি সমস্যারও সমাধান হচ্ছে না, বরং দিন দিন নতুন নতুন সমস্যায় আক্রান্ত হচ্ছে মানুষ। এর মূল কারণ হচ্ছে স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতা দাজ্জালের চাপিয়ে দেওয়া নীতি-নৈতিকতাহীন বস্তুবাদী সিস্টেম মানুষ তাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ব্রিটিশদের তৈরি ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থার কারণেই আমাদের মাঝে তৈরি হয়েছে নানা রকম অনৈক্য আর বিভেদ, ঘোটে চলেছে নানামুখী দাঙ্গা-সংঘাত। তাই আমাদের সকল বিভেদ ভুলেগিয়ে ঐক্যবদ্ধ হতে হবে,আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে।সেখানে উপস্থিত ছিলেন খালিশপুর পয়েন্টের আমীর জামাল হাওলাদার,কবির হোসেন,মোশারেফ হোসেন এবং অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম ।

জে-থার্টিন/বিপি

Comments
Loading...