Connecting You with the Truth

হোসেনপুরে নিত্যপণ্যের অগ্নিমূল্যে নিুআয়ের লোকজন দিশেহারা

হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে চলমান রাজনৈতিক অস্থিরতায় তেল, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মাছ, গোশতসহ নিত্যপণ্যের অগ্নিমূল্যে নিুআয়ের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খেটে খাওয়া দিন-মুজুর ও সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে।
সরেজমিনে গত শনিবার উপজেলার হাজীপুর, গোবিন্দপুর, চর-পুমদী, আশুতিয়া, হারেঞ্জা ও হোসেনপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, ২২ টাকার পেঁয়াজ ৩০-৩৫ টাকা, ৮০ টাকার রসুন ১২০-১৩০ টাকা, ২২০ টাকা কেজির রুই মাছ ২৮০-৩২০ টাকা, ১১০ টাকা কেজির তেলাপিয়া ১৫০-১৬০ টাকা। অন্যান্য নিত্যপণ্যের দামও আকাশচুম্বী।
বিক্রেতারা জানান, টানা অবরোধ ও হরতালের কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় চাহিদা বেশি থাকায় নিত্যপণ্যের দাম বেড়েছে।

Comments
Loading...