Connecting You with the Truth

হোসেনপুরে বিআরডিবি উদ্যোগে অপ্রধান শষ্য উৎপাদন,সংরক্ষন,প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণ কর্ম সূচির ২য় পর্যায় এর ১৩৩ তম ব্যাচের প্রশিক্ষণ সমপন্ন

news 110 news-110

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে অপ্রধান শষ্য উৎপাদন,সংরক্ষন,প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণ কর্ম সূচির ২য় পর্যায় এর ১৩৩ তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি গত বৃহঃবার (৩০এপ্রিল) উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে পলস্নী উন্নয়ন ভবন হল রোমে অনুষ্ঠিত হয়েছে। ৫ দিন ব্যাপী এ কর্মসূচিতে অংশ গ্রহন করে ৪০জন শিক্ষার্থী। প্রশিক্ষণের শেষের দিনে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহাম্মেদ,মাঠ কর্মী রোকসানা আক্তার প্রমুখ। এসময় ৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও ৭৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

 

Comments
Loading...