হোসেনপুর অগ্রণী ব্যাংকে পেট্রল দিয়ে অগ্নিসংযোগঃ নাশকতার সন্দেহে গ্রেফতার ১
মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্রনী ব্যাংক চর-পুমদী শাখায় পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করায় নাশকতাকারী এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, গত সোমবার (২৩ ফ্রেব্রম্নয়ারী) রাতে উপজেলার চরপুমদী বাজারস্থ অগ্রনী ব্যাংক ভবনে রাতে অন্ধকারে পাটের দড়িতে পেট্রল মিশিয়ে অভিনব কবায়দায় অগ্নিসংযোগ করে। আগুন তীব্র হওয়ার আগেই স্থানীয় ব্যাবসয়ীদের সহায়তা বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও এলাকায় আতংক বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গরবার দুপুরে নাশকতার সাথে জড়িত পাশের লতিপুর গ্রামের মোঃ বাবুল মিয়া (৩৫) নামের যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নান্নু মোলস্না ঘটনার সত্যাতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান নাশকতার সাথে জড়িতদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।