হয়রানির শিকার হলেন অসিন
বিনোদন ডেস্ক:
বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী অসিনের শেষ হিট সিনেমা ছিল ‘বোল বচ্চন’। এরপর ‘খিলাড়ি ৭৮৬’ খুব বেশি ব্যবসাসফল না হলেও এই অভিনেত্রী আবারও বলিউডের রুপালি পর্দায় বেশ প্রস্তুতি নিয়েই ফিরছেন। অসিন যে শুধু তার কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তা নয়। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর নামে অনেকগুলো অ্যাকাউন্ট রেয়ছে বলেও অভিযোগ ওঠে। তার সহঅভিনেতা অভিষেক বচ্চন এবং আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু তাকে জানায় এই অভিনেত্রীর নামে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালু রয়েছে। অসিনের পক্ষ থেকে জানানো হয়, এটা খুবই অনৈতিক ভুয়া নাম ব্যবহার করে অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ করা। তারা জানিয়ে দেন ইন্সটাগ্রাম ছাড়া এই অভিনেত্রীর অন্য কোন সামাজিক মাধ্যমে কোন অ্যাকাউন্ট নেই। ভুয়া অ্যাকাউন্ট করার পেছনে কারা রয়েছেন তা বের করার জন্য অসিন আইনের সাহায্য নেবেন বলে জানা গেছে।