Connecting You with the Truth

১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত

কক্সবাজার প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা স্থগিত করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি।

বুধবার থেকেই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বিরূপ আবহাওয়া বিরাজ করায় বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানান বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১৫৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা ছিল।

বিজিবি জানায়, গত ২১ মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীর মধ্যে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফেরত আনা হয়। এরপর ১৯ জুন দ্বিতীয় দফায় আনা হয় আরো ৩৭ জনকে।

এ ছাড়া গত ২৯ মে মিয়ানমারের নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে গত ২২ জুলাই ১৫৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। পরে আরো ১৫৯ জন বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল।

Leave A Reply

Your email address will not be published.