১৮৯ যাত্রী নিয়ে জাভা সাগরে ইন্দোনেশীয় বিমান বিধ্বস্ত
১৮৯ যাত্রী নিয়ে জাভা সাগরে ইন্দোনেশীয় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
গতকাল সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রার পাঙ্কাল পিনাং শহরের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ১৮৯ আরোহী নিয়ে যাত্রা করা বিমানটির কোনো যাত্রীই জীবিত নেই।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মাত্র তের মিনিট পরই জাভা সাগরের ওপর বিধ্বস্ত হয় বিমানটি।