Connecting You with the Truth

১৯ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত: সিইসি

1427894390 (1) নিজস্ব প্রতিনিধি:  আসন্ন সিটি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘পরিস্থিতি বুঝে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হবে।’

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে বের হয়ে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, ‘আগামী ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন আছে কিনা।’

সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সাথে দেখা করে এ দাবি জানায় বিএনপির প্রতিনিধি দল।

এর আগে বুধবার বিকেল ৩টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নার শাহ ও জমির উদ্দিন সরকার।

সাক্ষাৎকালে তারা আসন্ন সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বন্ধ থাকা অন্য কার্যালয়গুলো খুলে দেয়ারও দাবি জানান।

Comments
Loading...