Connecting You with the Truth

২০১৬’তে আইএস কর্তৃক বাংলাদেশে হত্যাকান্ডের পরিসংখ্যান প্রকাশ

is muder in 2016-site
বাংলাদেশে আইএসের হত্যাকাণ্ডের পরিসংখ্যান: সাইট ইন্টেলিজেন্স।

অনলাইন ডেস্ক: ২০১৬ সালে ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সংগঠনটির কথিত সংবাদমাধ্যম আমাক এজেন্সি। জঙ্গিবাদ পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স সূত্রে এই তথ্য জানা গেছে। আমাক এজেন্সির বরাত দিয়ে বৃহস্পতিবার এই পরিসংখ্যান প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স।
ওই পরিসংখ্যানে আইএস-এর দাবি অনুযায়ী, তারা চলতি বছরে প্রথম হত্যাকাণ্ডটি চালায় ২১ ফেব্রুয়ারি। সেদিন পঞ্চগড়ে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়। এ বছরের ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৪টি হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে আইএস।
পরিসংখ্যানের দাবি অনুযায়ী, চলতি বছরে আইএসের ১১টি হামলায় মোট ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে হামলায় বিদেশিসহ ২৪ জন নিহত হন। একইদিনে ঝিনাইদহে এক হিন্দু পুরোহিতকেও হত্যা করা হয়। সূত্র: সাইট ইন্টেলিজেন্স।

Comments
Loading...