Connecting You with the Truth

২০ বছর ধরে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছেন কাহালুর ডা. জলিল

IMG01218ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার অন্তরগত মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনায় গ্রামের মোহাম্মাদ আলী মন্ডল এর পুত্র ডা. মো. জালাল মন্ডল এর কথা। যিনি ২০ বছর যাবত তার এলাকার মানুষের মাঝে বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছেন। কেউ অসুখে পরেছে একথা সহজে মানতে পারেননা তিনি ছুটে যান রোগীর কাছে এবং তার সাধ্যমত সেবা দিয়ে সুস্থ করে তোলেন রোগীকে অনেক ভিখারীকেও বিনা পয়সায় সেবা নিতে দেখা গেছে। তার কাছে সবাই সমান। ডা. জালার এর সাথে কথা হলে তিনি জানান আমার বয়স বর্তমানে ৫৫) বছর। বিশ বছর আগে থেকে আমি ডাক্তারি পেশায় আছি। এর পেছনে কারন আছে আমি দেখেছি ১ টাকার একটি ওষধের জন্য ডাক্তারের কাছে ভিখারী রোগীর কষ্ট। মানুষ কেমন করে এতোটা পাষান হতে পারে বুঝিনি। এখোন পর্যন্ত ডা. জালাল বিয়ে করেননি এবং এই বয়সে আর বিয়ে করতে চাননা তিনি বাকী জীবন মানুষকে সিবা দিয়ে তাদের ভালবাসা নিয়ে বেচে থাকতে চান। অনেক রোগী বলেন তার হাতের ওষধ খেলেই অসুখ ভাল হয়ে যান তিনি বাবা মার একমাত্র সন্তুান। তার ইচ্ছা তার যেটুকু সম্পদ রয়েছে তা তিনি মানুষের সেবার মধ্য দিয়ে শেষ করতে চান। তিনি আরো জানান একজন মানুষ হয়ে একজন মানুষের উপকার করা অনাহারে থাকা মানুষকে আহার করানোর চেয়ে বড় ইবাদত আর নেই। আমি আল্লাহর সন্তুুষ্টি চাই সেটিই আমার বড় পাওয়া।

Comments
Loading...