২১ সেপ্টেম্বর দেশে ফিরছেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট: আগামী ২১ সেপ্টেম্বর সৌদি আরব থেকে হজ পালন শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির একটি সুত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানা যায়, হজের সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন খালেদা জিয়া। ২০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। এরপর ২১ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
হজের আনুষ্ঠানিকতা পালনে এ মুহূর্তে মুজদালিফায় আছেন বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান রয়েছেন।