Connecting You with the Truth

২৩ এপ্রিল এল ক্লাসিকো-স্প্যানিশ ফুটবল ফেডারেশন

elclassicoস্পোর্টস ডেস্ক: কোপা আর ইউরো শেষ। আবার বিশ্ব ফুটবল আসরে ক্লাব ফুটবল। মেসি-রোনাল্ডো দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব । আগামী মরসুমের এল ক্লাসিকো ডিসেম্বর এবং এপ্রিল মাসে হবে। ড্রয়ের পর এমনটাই জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এবছর অগাস্ট মাস থেকে শুরু হবে লা লিগা। বহুপ্রতীক্ষিত মেগা ম্যাচের প্রথম পর্বের ম্যাচ খেলা হবে চৌঠা ডিসেম্বর। ন্যু ক্যাম্পে হবে এই ম্যাচটি। তেইশে এপ্রিল ফিরতি লেগের ম্যাচ খেলা হবে বার্নাবিউতে।

Comments
Loading...