Connecting You with the Truth

২৭ কেজি সোনাসহ উত্তর কোরীয় কূটনীতিক আটক

632jpqs1_25458-e1409550482178-300x168রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়ার এক কূটনীতিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ-৪৪৬) থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফন ইয়ং ম্যান (৪০) নামের ওই কূটনীতিক বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। এসময় তাকে সন্দেহ হলে তার লাগেজে তল্লাশি চালিয়ে ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মিডিয়া অফিসার তানজিনা আক্তার  বলেন, ‘উদ্ধার হওয়া স্বর্ণগুলোর মধ্যে ১৯ কেজি (১৭০ বার) স্বর্ণ এবং বাকি আট কেজি গহনা রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।’ তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়ার এই কূটনীতিককে আটক রাখা হয়েছে। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

Comments
Loading...