Connecting You with the Truth

২৭ শর্তে আজ বিকেলে বিএনপিকে সমাবেশের অনুমতি

dmp
বিএনপিকে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে আজ মঙ্গলবার বিকালের মধ্যেই বিএনপিকে এই সমাবেশ করতে হবে।

আজ দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী এই তথ্য জানান।

তিনি বলেন, ২৭ টি শর্তে এ সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আজ বিকালে তাদেরকে এই সমাবেশ করতে হবে। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। পরে সেখানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায় দলটি।

Comments
Loading...