Connect with us

বিনোদন

৪১তম পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস জিতলেন যারা

Published

on

বিনোদন ডেস্ক:

রূপালি পর্দায় ক্যাপ্টেন আমেরিকা, আয়রণ ম্যান ও ব্যাটম্যানের মতো সুপারহিরোরাই দর্শকদের সবচেয়ে প্রিয়। এ বছরের পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে সুপারহিরো নির্ভর ছবিগুলোর জয়জয়কার ওই বার্তাই দিলো আরেক বার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে ৭ জানুয়ারি এই অ্যাওয়ার্ডসের ৪১তম আসরের পুরস্কার দেওয়া হয়। ‘আয়রণ ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র টানা চতুর্থবারের মতো জনপ্রিয় অভিনেতা হলেন। এ ছাড়া জনপ্রিয় নাটুকে অভিনেতার পুরস্কারও গেছে তার ঘরে। ‘আয়রণ ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে ডাউনির সহশিল্পী ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত ক্রিস ইভান্স জিতেছেন জনপ্রিয় অ্যাকশন তারকার পুরস্কার। টানা পঞ্চমবারের মতো জনপ্রিয় কমেডি অভিনেতা হয়েছেন অ্যাডাম স্যান্ডলার। জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী দুটি পুরস্কারই পেয়েছেন জেনিফার লরেন্স।
৪১তম আয়োজনের বিজয়ীরা
জনপ্রিয় ছবি : মেলফিসেন্ট
জনপ্রিয় অ্যাকশন ছবি : ডাইভারজেন্ট
জনপ্রিয় পারিবারিক ছবি : মেলফিসেন্ট
জনপ্রিয় কমেডি ছবি : টুয়েন্টি টু জাম্প স্ট্রিট
জনপ্রিয় ড্রামাটিক ছবি : দ্য ফল্ট ইন আওয়ার স্টারস
জনপ্রিয় থ্রিলার ছবি : গন গার্ল
জনপ্রিয় অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র
জনপ্রিয় অভিনেত্রী : জেনিফার লরেন্স
জনপ্রিয় অভিনেতা (বয়স ২৫-এর নিচে):
জনপ্রিয় ড্রামাটিক অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র
জনপ্রিয় ড্রামাটিক অভিনেত্রী : ক্লো গ্রেস মোরেৎজ
জনপ্রিয় অ্যাকশন অভিনেতা : ক্রিস ইভান্স
জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী : জেনিফার লরেন্স
জনপ্রিয় কমেডি অভিনেতা : অ্যাডাম স্যান্ডলার
জনপ্রিয় কমেডি অভিনেত্রী : মেলিসা ম্যাককার্থি
জনপ্রিয় জুটি : শেইলিন উডলি ও থিও জেমস (ডাইভারজেন্ট)
জনপ্রিয় গায়ক : এড শীরান
জনপ্রিয় গায়িকা : টেলর স্ইুফট
জনপ্রিয় আরঅ্যান্ডবি গায়ক : ফ্যারেল উইলিয়ামস
জনপ্রিয় হিপহপ শিল্পী : ইজি অ্যাজালিয়া
জনপ্রিয় পপ গায়িকা : টেলর স্ইুফট
জনপ্রিয় কান্ট্রি মিউজিক গায়ক : হান্টার হেইস
জনপ্রিয় কান্ট্রি মিউজিক গায়িকা : ক্যারি আন্ডারউড
জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড : লেডি অ্যান্টিবেলাম
জনপ্রিয় ব্যান্ড : মেরুন ফাইভ
জনপ্রিয় গান : শেক ইট অফ (টেলর স্ইুফট)
জনপ্রিয় অ্যালবাম : এক্স (এড শীরান)
জনপ্রিয় নতুন ব্যান্ড : ফাইভ সেকেন্ডস অব সামার
জনপ্রিয় দরদি ব্যক্তিত্ব : বেন অ্যাফ্লেক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *