৫৭ ধারায় সাংবাদিক আব্দুল লতিফ গ্রেফতার: ওসি ক্লোজড
খুলনা প্রতিনিধি:
৫৭ ধারায় তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের দায়েরকৃত মামলার আসামি দৈনিক প্রবাহের খুলনার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের গ্রেফতারের জেরে ক্লোজড হলেন ডুমুরিয়া ওসি সুকুমার বিশ্বাস।
জেলা পুলিশ বরাতে জানা যায় হেডকোয়র্টারের নির্দেষে তাকে জেলা পুলিশ লাইনে সরিয়ে আনা হয়েছে।
এর আগে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত জাবিন শুনানি শেষে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের জামিন মন্জুর আদেশ দেন।
বিডিপত্র/এডমিন