Connecting You with the Truth

৫ জুন ঢাকায় আসছেন শ্রেয়া ঘোষাল

sreya ghoshalবিনোদন ডেস্ক : আগামী ৫ জুন ঢাকায় আসছেন জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। বে এন্টারটেইনমেন্টের আয়োজনে কনসার্টে অংশ নিতে তিনি ঢাকা আসছেন বলে বে এন্টারটেইনমেন্টের পরিচালক কামরুন নাহার জানিয়েছেন।

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা আসছেন উপমহাদেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ‘শ্রেয়া ঘোষাল নাইট’ অনুষ্ঠিত হবে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবোরাত্রি হলে। শ্রেয়ার সঙ্গে থাকবেন আরেক ভারতীয় সংগীত শিল্পী ঋষিকেশ প্রমোদ রান্ডে।

রাজধানীর যে কোনো স্বপ্ন আউটলেট এবং গুলশান, ধানমন্ডি ও উত্তরার অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে।

Comments