Connecting You with the Truth

৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঠিক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রাজশাহী সি‌টি করপোরেশন নির্বাচ‌নে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খা‌য়ের আব্দুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, গাজীপুরে আজমতউল্লাহ দলের মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে এক সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।

সভাশেষে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments
Loading...