সারাদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। বুধবার রাত সাতটা ৫৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির রিকটার স্কেলে মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এটির উৎপত্তিস্থল ছিল ১৩৪ কিলোমিটার মাটির গভীরে।
চট্টগ্রামের বিভিন্ন এলকায় ছয়টি ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনগুলোর বাসিন্দারা রাস্তায় নেমে আসতে সক্ষম হয়েছেন। এছাড়াও ফেনীর সুলতানপুর উপজেলায় ছয় তলা ভবনের উপরে একটি চারতলা ভবন হেলে পরার খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম, ফেনীসহ সারাদেশে আহত হয়েছেন ৪৫জন ।