Connecting You with the Truth

৭ মার্চের ভাষণের স্বীকৃতি: আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আজ

ইউনেস্কোর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রদান উপলক্ষে আওয়ামী লীগের সাত দিনের অনুষ্ঠান আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।

আজ শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

এদিকে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সাত দিনের কর্মসূচির নাগরিক সমাবেশের তারিখ পরিবর্তন হয়েছে বলে জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৯ নভেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল।

বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় সাতদিনের কর্মসূচি নেয়া হয়। সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

Comments
Loading...