৮ এপ্রিল থেকে সিটি নির্বাচনের প্রচারণা শুরু
আগামী ৮ এপ্রিল থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা প্রতীক ছাড়াই নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন। সোমবার সকালে একথা জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
তিনি জানান, তফসিল অনুযায়ী আগামী ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে আর তাই এর আগের দুদিন প্রতীক ছাড়াই প্রচার চালানো যাবে। তিনি আরও বলেন, নির্বাচনের ২১ দিন পূর্ব থেকে অর্থাৎ ৮ তারিখ থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ তারিখ।