Connecting You with the Truth

হাওয়াইয়েতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১২ নৌসেনা নিহত

helicopter_16711আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। হেলিকপ্টার দুটিতে ছয়জন করে নৌসেনা ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টার দুটিতে সম্ভবত কেউই জীবিত নেই বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ডের সদস্যরা।
হাওয়াইয়ের কোস্টগার্ড ‘গার্ড ডিস্ট্রিক্ট ১৪’-এর মুখপাত্র অ্যালান ক্রিস জানান, ওয়াহু দ্বীপের দুই মাইল উত্তরে ধ্বংসস্তূপ চিহ্নিত করা হয়েছে। দুটি হেলিকপ্টারই প্রায় দুমড়ে গেছে। তাই দুর্ঘটনায় কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশায় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে উদ্ধারাভিযান চলছে বলেও জানান তিনি।
নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টিমথি এএফপিকে জানিয়েছেন, পাঁচ ঘণ্টার অনুসন্ধানেও দুটি হেলিকপ্টারের ১২ আরোহীর কাউকে খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধার কার্যক্রমে নৌবাহিনী ও হনললু ফায়ার সার্ভিসের একটি করে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা কাজ করছে বলেও জানান অ্যালান ক্রিস। সূত্র: বিবিসি।

Comments
Loading...