পাঁচবিবিতে সনাতন ধর্মালম্বীদে বারুনি স্নানপূর্ণ অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল ধর্মের তীর্থস্থান হিসাবে পরিচিত পাথরঘাটা হযরত শাহ নিমাই(রাঃ) এর পবিত্র মাজার শরীফ প্রাঙ্গনে মধুকৃষ্ণা চতুদশী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের বারুনি স্নার্ণ উৎসব ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ আসতে শুরু করে। ঢাক-ঢোল, কাঁশিবাশী সানাই এর শব্দে মুখরিত মাজার প্রাঙ্গনে এসে তুলশিগঙ্গা নদীতে পূর্ণ স্নান করেন ও শিশু বাচ্চাদের মাথা ন্যাড়া করেন। মেলায় বসেছে বিভিন্ন প্রকারের দোকান।