Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বিকেলে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বেলফাস্টের মালাহিদ ক্রিকেট ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে (স্থানীয় সময়ে সকাল ১০.৪৫)।

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজাকে দেখা যাবে না এ ম্যাচে। স্লো-ওভার রেটিংয়ের দায়ে আইসিসি কতৃক এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া মাশরাফির বদলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শেষ তিন প্রস্তুতি ম্যাচের দারুণ পারফরম্যান্স এ যাত্রায় বড় পাথেয় সফরকারীদের। দলের ক্রিকেটারদের ফর্মের তুঙ্গে থাকা ও ধারাবাহিকভাবে পারফরম্যান্সের মধ্যে থাকার পাশাপাশি প্রস্তুতি পর্বের সব ম্যাচগুলোতে স্কোরবোর্ডে পাহাড়সম রান যোগ করার ক্ষমতা নিশ্চিতভাবে আইরিশদের বিপক্ষে আত্মবিশ্বাস জোগাবে সাকিব-মুশফিকদের।

মাশরাফির অনুপস্থিতিতে দলে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। সেই সঙ্গে আয়ারল্যান্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হতে পারে প্রথমবারের মত স্কোয়াডে ডাক পাওয়া সিমি সিংয়ের।

বাংলাদেশ দল (সম্ভাব্য একাদশ)- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড দল (সম্ভাব্য একাদশ)- এড জয়েস, পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালবিনি, নিল ও’ব্রায়েন (উইকেট রক্ষক), গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি।

Leave A Reply

Your email address will not be published.