Connecting You with the Truth

 তেঁতুলিয়া প্রতিনিধি, পঞ্চগড়:

সম্প্রতি অনুষ্ঠিত তেঁতুলিয়া প্রেস ক্লাব নির্বাচনে সোহরাব আলী সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার সাংবাদিক সংগঠন তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গত সোমবার বিকেলে ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহরাব আলী সভাপতি ও আশরাফুল ইসলাম, আব্দুল বাসেত, খাদেমুল ইসলাম, মমতাজ আলী সিনিয়র সহ-সভাপতি এবং আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহের আনসারী, জাবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস কে দোয়েল, সমাজকল্যাণ সম্পাদক হায়দার ইমাম, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম মোসলেহ উদ্দিন হাসান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক সোলায়মান আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডিজার হোসেন বাদশা, আইন বিষয়ক সম্পাদক জাহিরুল হক প্রধান, গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, হায়দার আলী, আল-আমিন, আব্দুল লতিফকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য যে, কমিটিটি ২৫ সদস্য বিশিষ্ট যার মেয়াদ ৩ বছর।

Comments
Loading...