এমন ভোট আগে হয়নি: মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস
রংপুর প্রতিনিধি: শান্তিপূর্ণ পরিবেশ আর উৎসবের আমেজে অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, এবারের সিটি নির্বাচন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এমন শান্তিপূর্ণ পরিবেশে আগে ভোট দেখেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বড় রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদেরকে তিনি একথা জানান।
বামপন্থী দলগুলোর সমর্থন পাওয়া আব্দুল কুদ্দুস বলেন, আমিই একমাত্র প্রার্থী, ভোটারদের কাছে ভোটও চাই, নোটও চাই। আমার বিশ্বাস মানুষ এবার উন্নয়নের জন্য তাদের রায় দিতে ভুল করবেন না।
এসময় তিনি জানান, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুপুর দেড়টায় পর্যন্ত মোটরসাইকেল যোগে ৪০টি কেন্দ্র পরিদর্শন করেছেন। তার মই প্রতীকের এজেন্ট ও পোলিং এজেন্টরাও সন্তুষ্ট বলে জানান তিনি।
বাসদের এই প্রার্থী এরআগে ২০১২ সালের রংপুর সিটির প্রথম নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দিতায় ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে ভোট করেছিলেন।