Connecting You with the Truth

কাউনিয়া উপজেলাকে শতভাগ মিডডে মিল ঘোষনা

মিজান, কাউনিয়া প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার ৩১শে মার্চ রংপুরের কাউনিয়া উপজেলাকে শতভাগ মিডডে মিল ঘোষনা করা হয়।
শতভাগ মিডডে মিল ঘোষনা উপলক্ষে সকালে এক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার মাহামুদ উন নবী, মোজাম্মেল হক, আব্দুর সালাম, শরিফ আহম্মদ, প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক বুলবুল, রওশনারা বেগম, মজিদুল ইসলাম, আশফিকা বুলবুল, শিক্ষক নাঈম, ছাত্র মিজবাহুল ইসলাম, ছাত্রী মরিয়ম আক্তার প্রমূখ। আলোচনা শেষে নির্বাহী অফিসার কাউনিয়া উপজেলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শতভাগ মিডডে মিল ঘোষনা করেন।

Comments
Loading...