মিঠাপুকুরে সনাতন ধর্মসভা অনুষ্ঠিত
বাপ্পী রাম রায়:বিশেষ প্রতিনিধি: মিঠাপুকুর উপজেলায় সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ইমাদপুর ইউ,পির জামালপুর সরকারপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়।সভায় সেনাপদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ধর্মালোচনা করেন শ্রী শ্রী গীতা গবেষনা উন্নয়ন সংস্থার রংপুরের সভাপতি শ্রীযুক্ত বাবু খগেন্দ্রনাথ বিশ্বাস। প্রধান ধর্মালোচক হিসাবে ধর্মালোচনা করেন শ্রীমত স্বামীভক্তিপ্রদা নন্দ মহারাজ,অধ্যক্ষ রামকৃষ্ঞ মিশন ও আশ্রম ময়মনসিংহ।বিশেষ ধর্মালোচক হিসাবে ধর্মালোচনা করেন শ্রীযুক্ত বাবু প্রভাত চক্রবর্তী,প্রধান শিক্ষক তাজহাট উচ্চ বিদ্যালয় রংপুর,শ্রীযুক্ত বাবু অমৃত চট্টোপাধ্যায়,ধর্মচিন্তাবিদ বড়দরগা পীরগাছা রংপুর,শ্রীযুক্ত বাবু তপন কুমার সরকার,সভাপতি পার্থ সারর্থী সংঘ বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা,শ্রীযুক্ত বাবু মনোরঞ্জন রায়,সহকারী অধ্যাপক কাউনিয়া ডিগ্রী কলেজ রংপুর।সভায় আলোচকবৃন্দ সকল সনাতন ধর্মালম্বীদের ধর্মের সঠিক পথে চলার ও নিয়মিত ধর্মচর্চা করার উপদেশ দেন।সভায় সার্বিক সহযোগিতা করেন জামালপুর সরকার পাড়ার সকল দ্বীন ভক্তবৃন্দ।