Connecting You with the Truth

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বুধবার বেলা ১২ টায় উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজন হাওলাদার। খেলা পরিচালনা করেন বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শারিরীক শিক্ষক মোঃ শহিদুল ইসলাম তালুকদার । সহকারী পরিচালনার দ্বায়িত্বে ছিলেন জয়ঘোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ করিম।   বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, কুম্ভখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার পাল সহ স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম । খেলায় ধারাভাষ্যে ছিলেন মোঃ আলম গাজী।  ও শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় (বালক পর্ব) আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ – ০ গোলে  এবং (বালিকা পর্ব ) ঝিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ – ০  গোলে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজন হাওলাদার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন । ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী দল পরবর্তী ঘোষিত তারিখে উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহন করবে।

Comments
Loading...