Connecting You with the Truth

গাইবান্ধা তওহীদ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রিপন হাসান, গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে তওহীদ প্রীতি ফুটবল ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে ‘রঙ্গপুর ক্রীড়া চক্র’ রংপুর জেলা হেযবুত তওহীদ ও ‘অগ্রদুত ক্রীড়া সংঘ’ গাইবান্ধা হেযবুত তওহীদের মধ্যকার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আশেক মাহমুদ।
খেলায় নির্ধারিত সময়ে অগ্রদূত ক্রীড়া সংঘ গাইবান্ধা রঙ্গপুর ক্রীড়া চক্র রংপুরকে ৩-০ গোলে পরাজিত করে।
পরে প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাহিদ হাসান মুকল, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি রংপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল কুদ্দুস শামিম, দিনাজপুর দক্ষিণের সভাপতি মোঃ হাসিম উদ্দিন, খেলাটি পরিচালনা করেন রংপুর বিভাগীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়ক ও খোলোয়াড়ের হাতে ট্রফি প্রদান করেন।

Comments
Loading...