১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি কুষ্টিয়ার দৌলতপুর আদাবাড়ীয়া কলেজ
রাজন আলী, দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া কলেজ ১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি। ফলে বেতন-ভাতা না পেয়ে মানবেতন জীবনযাপন করছেন শিক্ষক-কর্মচারীরা। জানা গেছে, আদাবাড়ীয়া ইউনিয়ন কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এমপিওভুক্ত করণ করা হয়নি। কলেজের অধ্যক্ষ ওসমান গনি জানান, বর্তমানে কলেজে ২শ ২০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে । ২০ জন শিক্ষক-কর্মচারীদের নিয়ে পরিচালিত কলেজটিতে মানবিক ও বানিজ্য বিভাগ চালু রয়েছে। কিন্তু দীর্ঘ ১৪ বছরেও বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন। এছাড়া রয়েছে শ্রেনী কক্ষের সংকট। বিদ্যুৎ সমস্যা। তারা দৌতলপুর আদাবাড়ীয়া ইউনিয়ন কলেজটি এমপিওভুক্ত করনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কমনা করেছেন।