২৮ লাখ পিস ইয়াবাসহ তিন জন আটক
ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবার চালান বলে জানিয়েছে র্যাব। রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের পতেঙ্গা এবং ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা চোরাচালানে জড়িত থাকায় চক্রটির প্রধান আলী আহমেদসহ তিন জনকে আটক করা হয়েছে।