Connecting You with the Truth

মহেশপুর প্রতিনিধি, ছিনাইদহ

মহেশপুরের সীমান্ত এলাকার সামন্তা বাজারে এক দোকানের ভিতর থেকে ভারতীয় পিস্তলসহ শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সামন্তা বাজারের বৈশাখী ডেন্টাল কেয়ার থেকে ১টি ভারতীয় পিস্তলসহ দোকান মালিক শফিকুল ইসলামকে আটক করে। আটককৃত শফিকুল ইসলাম বাঁশবাড়ীয়া মাথাভাঙ্গা পাড়ার তোফাজ্জেল হোসেন তোবার পুত্র।

সামন্তা বিজিবি ক্যাম্পের হাবিলদার তৌহিদ জানান, সকালে সামন্তা বাজারে বৈশাখী ডেন্টাল কেয়ারে তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করি। এসময় পিস্তল রাখার কারণে বৈশাখী ডেন্টাল কেয়ারের মালিক শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

Comments
Loading...