বাংলাদেশ জয়ের পরও অসন্তষ্ট !
স্পোর্টস ডেস্ক:
ওয়ার্ল্ড হকি লিগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। তবে তাতে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ জাতীয় হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম। দলের মিডফিল্ড ও সেন্টার মিডফিল্ড নিয়ে চিন্তিত তিনি। শুক্রবার ম্যাচ শেষে নাভিদ আলম বলেন, ‘আমাদের দলের শ্রীলংকাকে পাঁচ গোল দেওয়ার ক্ষমতা আছে। ফলাফল ৩-১ হলেও সেটা ঠিক ছিল। ওদের (বাংলাদেশ হকি দল) কাছে আমি আরো গতিময় খেলা আশা করেছিলাম। ৫৫ মিনিট পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ ১৫ মিনিটে মিডফিল্ড ও সেন্টার মিডফিল্ড নড়বড়ে হয়ে পড়ে। শ্রীলঙ্কা দ্বিতীয় গোলটি পরিশোধ করে চাপের মুখেই ফেলে দিয়েছিল আমাদের।’ তিনি আরো বলেন, ভাগ্যের সহায়তায় আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি। বাংলাদেশে দলের গোলরক্ষক অসীম গোপ সম্পর্কে নাভিদ বলেন, ও দারুণ একজন কিপার। ৩-৪ টা সেভ করছে অসীম। শেষ মিনিটে শ্রীলংকার পেনাল্টি স্ট্রোকটি ফিরিয়ে না দিলে ম্যাচটি ড্র হয়ে যেত। ইনজুরির কারণে সাব্বির রানা ও পরীক্ষা থাকায় নান্নু এবার দলের সঙ্গে নেই। এই দুই মিডফিল্ডারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে দল। বিষয়টি স্বীকার করেছেন নাভিদ আলম। বলেছেন, ‘আমাদের মাঝমাঠ তারুণ্যনির্ভর। এখানে কৌশিক, সারোয়ার, ইরফানের মতো তরুণরা খেলেছে। তারা শেষের দিকে এসে অনেকটা ঘাবড়ে গিয়েছিল, যার জন্য রক্ষণভাগকে বাড়তি চাপ নিতে হয়েছে। তবে প্রথম ম্যাচ বলে এই সমস্যা হয়েছে। আশা করছি, পরের ম্যাচে সমস্যাটি আর থাকবে না।’
আগের সংবাদ
পরের সংবাদ
Comments