২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ হাজার
নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার জন মারা গেছেন বলে পরিসংখ্যান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করা সংগঠনকি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টোর্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তাদের বার্ষিক প্রতিবেদন তুলে ধরে।
নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৫ সালে সারাদেশে ২ হাজার ৬২৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৫ হাজার ৩ জন মারা যান, আহত হন ৬ হাজার ১৯৭ জন। ২০১৪ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২ হাজার ৭১৩টি। নিহতের সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২ জন।
২০১৫ সালে ঢাকা জেলায় সবচেয়ে বেশি মানুষ দুর্ঘটনায় নিহত হন। এই সংখ্যা ৩৫৯। এর মধ্যে রাজধানীতেই নিহত ২২৭ জন। সবচেয়ে কম ২৮ জন মারা যান কুষ্টিয়া জেলায়। বড় দুর্ঘটনার মধ্যে গত ৯ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২৫ জন নিহত হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া ২২ মে পঞ্চগড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজন, ২৩ মে সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন এবং ২৫ মে গাজীপুরে লেগুনার সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৭ জন মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য সন্নিবেশ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।