বগুড়ায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শেরপুরে একটি ভবনের নবনির্মিত সেপটিক ট্যংকির ভিতরে আটকা পড়ে দুই শ্রমিকের মমান্তিক মৃত্যু হয়েছে। এই এ ঘটনায় ঐ ভুবনের মালিককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর বিলোনথা গ্রামের শাজাহান আলীর ছেলে মো. জহুরুল (২৫) ও পার্শ্ববতী খানপুর ইউনিয়নের ইমদাদুল হকের ছেলে সাগর (২১)। গতকাল বুধবার দুপুর ২ টার দিকে পৌরশহরের হাসপাতাল রোড এলাকায় একটি ভুবনে দূর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদশক এসআই শামছুজ্জোহা এই তথ্যটি নিশ্চিত করেছেন। দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছেন।