চুয়াডাংগা প্রতিনিধি:
মঙ্গলবার আনুমানিক সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আসাদুল করিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মেমনগর গ্রামের মেমনগর মোড় নামক স্থান হতে ৫,৩০০টি ভারতীয় চশমা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৩০,০০০/- টাকা। উল্লেখ্য এ সকল চশমা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচার করার সময় তা আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। ৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার জাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।