Connecting You with the Truth

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

Lakshmipur (Vitamen A+) Pic 02 13.07.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের নিয়ে জেলা সির্ভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা সির্ভিল সার্জন কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সির্ভিল সার্জন ডাঃ গোলাম ফারুক ভূইঁয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য অফিসার আব্দুল্যা আল মামুন প্রমূখ।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৬ই জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় মোট ১ হাজার ৫ শত ৩৪টি কেন্দ্রে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৫ শত ৬০ জন শিশুকে নীল রং এবং ১২-৫৯ বয়সী ২লাখ ৪৪ হাজার ৩ শত ৬০ জন শিশুকে লাল রং এর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়।
এতে মাঠ পর্যায়ে ৪ হাজার ৬ শত ২ জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবে। ওই দিন শিশুদেরকে জাতিয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলার সর্বস্তরের জনগণকে কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়। এ সময় সির্ভিল সার্জন কর্মকর্তা এস এম ফারুকসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
Loading...