Connecting You with the Truth

মিশরে বোমা হামলায় পুলিশসহ নিহত ৯

egypt2906
কায়রোয় বিদ্রোহী-জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান চালানোর সময় বোমা হামলায় ছয় পুলিশসহ নয়জন নিহত হয়েছেন।মিশরের নিরাপত্তাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার কায়রোর শহরতলী গিজায় একটি পিরামিডের কাছে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে সেখানে যাওয়ার পর তাদের গাড়িটি বোমা হামলার শিকার হয়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি।

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা বাহিনী। এরপর থেকে ইসলামপন্থি জঙ্গি-বিদ্রোহীদের লক্ষ্যে পরিণত হয়েছে মিশরীয় সেনা ও পুলিশ সদস্যরা।

Comments
Loading...