Connecting You with the Truth

ঠাকুরগাওয়ের হরিপুরে জঙ্গিবাদ বিরোধী র্যালী ও আলোচনা সভা

হরিপুরIMG_20160818_135314 প্রতিনিধিঃ  ঠাকুরগাওয়ের হরিপুরে জঙ্গিবাদ বিরোধী র্যালী ও আলোচনা সভা করেছ ঠাকুরগাও জেলা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জঙ্গিবাদ বিরোধী শ্লোগানে ফেস্টুন ও প্লাকার্ডে সজ্জিত একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।IMG_20160818_134721

পরে দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির মো, আশেক মাহদুদ। সভায় আরো বক্তব্য রাখেন হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, জামাল উদ্দিন, হেযবুত তওহীদের ঠাকুরগাও জেলা আমির মো, সাহাবুল ইসলাম, হেযবুত তওহীদ সদস্য মো, মানিক হোসেন প্রমুখ। হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের বিবাগীয় প্রতিনিধি মো, আমিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো, হাবিবুর রহমান, শিক্ষক মো, শফিকুল ইসলামসহ বিভন্ন স্থরের আগত জনতা।

Comments
Loading...