Connecting You with the Truth

পীরগাছার পশ্চিম সুন্দর বটতলা ব্রীজের ঢালাই কাজ শুরু

IMG_20160824_125218 পীরগাছা প্রতিনিধি, রংপুরঃ রংপুরের পীরগাছা উপজেলাধীন পারুল ইউনিয়নের পশ্চিম সুন্দর বটতলা ব্রীজের ঢালাই কাজ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন অনু উপস্থিত থেকে ব্রীজের ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক ও ঠিকাদার রোকেনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য উপজেলা প্রকল্পের অর্থায়নে ৩১লক্ষ ৫২হজার টাকার বাজেটকৃত ব্রীজের কাজটি সম্পন্ন হলে পারুল ইউনিয়নের ৩নং ছিদাম ওয়ার্ডের সাথে সুন্দর দামুরচাকলা ৬নং মৌজার ভারি যান চলা চল আরো সহজ হবে।

Comments
Loading...