লক্ষীপুরে আনন্দময়ী কালী মন্দিরের দ্বার উম্মোচন
লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির পুনঃ প্রতিষ্ঠার দ্বার উম্মোচন করেন একেএম শাহজাহান কামাল এমপি। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়িতে ফিতা কেটে এ মন্দিরের দ্বার উম্মোচন করা হয়।
আনন্দময়ী কালি মন্দিরের সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র কুমার নাথ, রামকৃষ্ণ মিশন (ঢাকা) স্বামী স্থিরাত্মানন্দ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
আনন্দময়ী কালি মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, সাধারণ সম্পাদক শংকর মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক ও ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি শিমুল সাহা। এসময় শ্যামা সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিপত্র/আমিরুল