Connecting You with the Truth

চরভদ্রাসন বাজারে বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে প্রতি বছরের ন্যায় এবছরেও হাট-বাজার বনিক সমবায় সমিতি ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে, গত ২১/০১/১৭ইং রোজ শনিবার বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন হয়েছে। উক্ত ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন বাজার জামে মস্জিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ মুফতি আব্দুস সবুর সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদী (মুফাচ্ছেরে কুরআন)। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, আলহাজ্ব মুফতি ওমর ফারুকী যুক্তিবাদী। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে স্থানীয় ভাবে আরও বয়ান পেশ করেন, মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি জাকারিয়া প্রমূখ।
এবং উক্ত ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন স্থানীয় মুফতি মোঃ আবু সেলিম। পরে, ওয়াজ শেষে রাত সাড়ে ১১ টায় দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্ সহ স্থানীয় সকল হাট-বাজার ব্যবসায়ী, শিশু, যুবক,নাড়ি পুরুষ ময়-মুরুব্বিদের দীর্ঘায়ু এবং মাগফেরাতের জন্য প্রধান অতিথি আলহাজ্ব হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদীর বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments
Loading...