Connecting You with the Truth

সালথায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৬জনের অর্থদন্ড ১জনের কারাদন্ড

আবু নাসের হুসাইন, সালথা:
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে দু-দলের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৬জনের অর্থদন্ড ১ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলা গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও মেম্বার গট্টি গ্রামে সংঘর্ষের সময় পুলিশ ৭জনকে আটক করে। তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাঙ্গা সৃষ্টির দায়ে আটককৃত ৬ জনের প্রত্যাককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং মাদব মন্ডল (৪৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, গফ্ফার শেখ (৪২), মিঠু খন্দকার (৪২), ইয়াছিন সর্দার (৩২), পান্নু মোল্যা (৪৫), সোহরাব খালাসী (৪০) ও হেলাল মিয়া (৩৬)।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টার দিকে পূর্বশত্র“তার জেরধরে উপজেলার গট্টি ইউপির সাবেক সদস্য রফিক মাতুব্বারের সমর্থক সলেমান কাজীকে প্রতিপক্ষ মোনায়েম কাজীর সমর্থকরা মারধর করে। এনিয়ে মেম্বার গট্টি দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এই সংঘর্ষ পার্শ্ববর্তী সিংহপ্রতাপ, নারানপুর, ভাবুকদিয়া, বালিয়াগট্টি ও দরগাগট্টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় উভয় দলের প্রায় ৪০টি বাড়িঘর ভাংচুর করা হয়। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এই সংঘর্ষ ও ভাংচুর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮৯ রাউন্ড রাবার বুলেট ও ৪টি টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় নুরু শেখ, কাজী মায়নদ্দিন, লাখু মুন্সী, আকরাম আলী সহ অন্তত ২০জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময় ৭জনকে আটক করে পুলিশ।

Comments
Loading...